করোনা এখনও পাঁচ বছর থাকবে ধরে এগোন। গতবছর করোনায় মৃত্যুহার ছিল ১.২ %। এই হার বোধকরি পৃথিবীর যে কোনো রোগে মৃত্যু হারের চেয়ে কম, অবশ্য এর ছড়ানোর গতি ও তীব্রতা যেহেতু ধর্তব্যে আনতে হয় তাই সংখ্যার বিচারে তা ভয়াবহ হয়ে ওঠে। এ লেখায় সে অর্থে কোনো "প্রামান্য বিজ্ঞান" নেই। অতিমারি পরিস্থিতিতে আমার ছেলে মেয়েদের যেভাবে লড়তে দেখি , সহচিকিৎসকদের লড়াই দেখি এবং এই সবকিছুর মধ্যে আমি যেভাবে থাকি, দেখি, অনুভব করি - তারই একটি মানুষী মিশেল , বলা যায় cross road, এই লেখাটি । এর মধ্যে আমার ব্যক্তগত নিরীক্ষণের সততাই শুধু আছে ।
by সহমন | 01 January, 1970 | 1098 | Tags : Covid 19 Mortality rate